Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

পুরাতন লৌহ জং নদীর তীরে অবস্থিত একটি প্রাচীনতম জেলা শহর টাঙ্গাইল। এই শহরের পৌর এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ন ও মনোরম পরিবেশে ৬.৭০ একর জায়গাজুড়ে হর্টিকালচার সেন্টার, ফলবাগান, টাঙ্গাইল। এই সেন্টারের দক্ষিন পাশে জেলা প্রশাসকের বাস ভবন. পুলিশ সুপারের বাস ভবন ও জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগনের বাস ভবন। সেন্টারটির অবস্থান জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রায় ১ কিলোমিটার পূর্ব -উত্তর দিকে।। উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি,টাঙ্গাইল-এর কার্যালয় থেকে ১কিঃমিঃ উত্তর-পশ্চিমে , সদর উপজেলা কৃষি অফিস থেকে ২কিঃমিঃ উত্তর- পশ্চিমে এবং নুতন বাস টার্মিনাল থেকে ০.৫কিঃমিঃ  পশ্চিমে সেন্টারটি অবস্থিত।ইহা জি.টি.জেড কর্তৃক প্রতিষ্ঠিত